ভারতের ইতিহাসে সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার নাম ‘কেজিএফ চ্যাপ্টার ২’।
দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমার জন্য প্রায় আড়াই বছর ধরে অপেক্ষা করছেন দর্শক।এবার কেজিএফ টু এর মুক্তির নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অনলাইন প্লাটফর্মে কেজিএফ টু নিয়ে চলছে রেষারেষি। ওটিটি প্ল্যাটফর্মে কেজিএফ চ্যাপটার টু মুক্তির আলোচনা সবসময়ই আলোচনা চলছিল।চলতি বছরের জুলাইয়ে মুক্তি কথা থাকলেও সেটা সম্ভব হয়নি।
সাম্প্রতিক সময়ে একটি স্ট্রিমিং জায়ান্ট চ্যাপ্টার 2 টিমকে ২৫৫ কোটি টাকার বিশাল অফার দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে, এটি অবশ্যই আর্থিকভাবে একটি নিরাপদ বিকল্প হতে পারতো।
তবে এতো কিছুর পরই যেকোনো মূল্যেই প্রেক্ষাগৃহেই দর্শকদের সামনেই ছবিটি মুক্তি দিতে চায় কেজিএফ টিম।ফলে দর্শকদের অপেক্ষা ফুরাচ্ছে না এখনই।
The uncertainties of today will only delay our resolve, but the eventuality is as promised. We will be out in theaters on April 14th 2022. #KGF2onApr14@TheNameIsYash @prashanth_neel @VKiragandur @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @prakashraaj#KGFChapter2 pic.twitter.com/BGMBCatsgA
— Hombale Films (@hombalefilms) August 22, 2021
রবিবার (২২ আগস্ট) একটি টুইটে প্রযোজনা প্রতিষ্ঠান হম্বালে ফিল্মস সিনেমাটির নতুন তারিখ ঘোষনা করেছে।
সিনেমার নতুন একটি পোস্টার প্রকাশ করে টুইটে জানানো হয়,
“আজকের অনিশ্চয়তা কেবল আমাদের সংকল্পকে বিলম্বিত করবে।তবে কাজটি প্রতিশ্রুতি মতোই হবে।”
সিনেমাটি বড়পর্দায় আগামি বছরের ১৪ এপ্রিল ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে !