সারোয়ার হোসেন জাহিদ চলচ্চিত্রের শোবিজ অঙ্গনের এক নতুন মুখ। অভিনেতা হিসাবে পা রাখার আগে যথা সম্ভব অভিজ্ঞতা অর্জন করে নিতে চান তিনি। তার জন্মদিনে তিনি এই আশা ব্যক্ত করেছেন যে তিনি নিজের সবটুকু মেধা ও পরিশ্রম দিয়ে মানুষের ভালোবাসার মাধ্যমে জায়গা করে নিতে চান শোবিজের দুনিয়ায়।
তাছাড়া বাংলাদেশ ও ভারতের কলকাতা,মুম্বাই ও চেন্নাইয়ের তামিলনাড়ু শোবিজ অঙ্গনের সাথেও সম্পৃক্ত থেকে নিজের কাজের পরিধিকে প্রসারিত করতে চান তিনি।
২০২২ এ নতুন কাজ দিয়েই তার চলচ্চিত্রের শোবিজ অঙ্গনের পর্দা উন্মোচন করবেন বলে আশাবাদী জাহিদ। ছোট পর্দা থেকে ওয়েব সিরিজেও তাকে দেখা যাবে বলে জানান তিনি।
তাছাড়া কলকাতার Zee Series ও মুম্বাইয়ের T SERIES এ কাজ করারও আশা রাখছেন বলে জানান জাহিদ।
এবারের জন্মদিন তিনি পালন করেছেন তার শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীদের সাথে। এছাড়া তার অনুজদেরও সময় দিয়েছেন।
তার জন্মদিন উপলক্ষে সকল অভিনেতা,অভিনেত্রী এবং নাট্য ও চলচ্চিত্র প্রযোজক পরিচালক এর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল।