আল-কুরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম গ্রন্থ। আল-কুরআনে পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান দিয়েছেন আল্লাহ তা’লা। পবিত্র আল-কুরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগের শিফা- স্বরূপ ব্যবহার করা যায়।
তাই এ সব আয়াতের মাধ্যমে আল্লাহ তা’য়ালার কাছে রোগ থেকে মুক্তি চাওয়া উচিত। রোগ থেকে মুক্তি লাভের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর বিধানকে সঠিকভাবে জানা এবং যথাযথ মানার পাশাপাশি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা। রোগ-ব্যাধি থেকে সুস্থতা লাভের জন্য আল-কুরআনে অনেক আয়াত রয়েছে। তন্মধ্যে ৭ টি আয়াত তুলে ধরা হলো-
- সুরা ফাতিহা তিলাওয়াত
আল-কুরআন এর প্রথম সূরা ‘আল-ফাতিহা’। এই সূরায় ৭ টি আয়াত রয়েছে। সূরাটি শুরু হয়েছে মহান আল্লাহর প্রশংসা এর মাধ্যমে। এরপর তিনি যে বিচার দিবসের মালিক এবং আমরা তার কাছেই আত্মসমর্পণ করি- তা বলা হয়েছে। এরপর আল্লাহর কাছে চাওয়া হয়েছে- যাতে আমরা তার দেখানো পথে চলতে পারি। এবং যারা বিপথে চলে গেছে তাদের থেকে যেন দূরে থাকতে পারি।
এই সূরার পাঠ এবং বিশ্বাসের মাধ্যমে আল্লাহর বিভিন্ন রোগ- ব্যাধি থেকে শিফা পাওয়া যায়।
2. সুরা তাওবার ১৪নং আয়াত
وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ
উচ্চারণ: ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বওমিম মু’মিনি-ন।
অর্থ : এবং মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন।
3. সুরা ইউনুসের ৫৭নং আয়াত
وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
উচ্চারণ: ওয়া শিফাউ’ল লিমা- ফিচ্ছুদু-রি ওয়া হুদাও ওয়া রহমাতুল্লিল মু’মিনি-ন।
অর্থ :এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।
4. সুরা নহলের ৬৯ নং আয়াত
يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ
উচ্চারণ: ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি।
অর্থ : তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার।
5. সুরা বনি ইসরাঈলের ৮২নং আয়াত
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
উচ্চারণ: ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআ’নি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতিুল লিলমু’মিনি-ন।
অর্থ : আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।
6. সুরা শুআরার ৮০ নং আয়াত
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
উচ্চারণ: ওয়া ইজা মারিদতু ফাহুয়া ইয়াশফি-নি।
অর্থ : যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।
7. সুরা হা-মীম সাজদা ৪৪নং আয়াত
قُلۡ ہُوَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا ہُدًی وَّ شِفَآءٌ ؕ
উচ্চারণ: ক্বুল হুয়া লিল্লাজিনা আমানু হুদাও ওয়া শিফা।
অর্থ : বল, মু’মিনদের জন্য ইহা (কুরআন) পথ নির্দেশ ও ব্যাধির প্রতিকার।
অসুস্থতায় এসব আয়াতগুলো আমলের পাশাপাশি অবশ্যই ডাক্তারের দেওয়া পরামর্শ অনুযায়ী মেডিকেশন তথা ফলোআপ করতে হবে। মেডিসিনের পাশাপাশি কুরআন আপনার Cure হওয়াকে Boost করবে আল্লাহর ইচ্ছায়।
আর্টিকেলটি লিখেছেনঃ
Mahbuba Munmun
Viqarunnisa Noon School & College
আরো পড়ুনঃ ঈদ-উল-আযহার সুন্নাত সমূহ