বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া T20 সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। এই সিরিজ নিয়ে প্রত্যেকের মধ্যে একটি আলাদা উত্তেজনা কাজ করছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এর আগে বাংলাদেশের জন্য যেমন এটা খুবই ভালো একটি প্রস্তুতির মঞ্চ, ঠিক একইভাবে অস্ট্রেলিয়ার জন্যও এটি একটি ভালো প্রস্তুতির জায়গা।
তবে আরো কিছু কারণে এই সিরিজটি নিয়ে সকলের মধ্যে উত্তেজনা বিদ্যমান!
সে কারণ গুলো কি কি?
১. বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ
এটি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক T20 সিরিজ। এর আগে এ দু’দলের মধ্যে টি-টোয়েন্টি খেলা হয়েছে মাত্র চারবার। প্রতিটি ম্যাচই ছিল বিশ্বকাপের মঞ্চে। চার বারই বাংলাদেশ হেরেছিল।
কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। বর্তমান সময়ে বাংলাদেশের T20 দল নতুন প্লেয়ারদের আগমনে যথেষ্ট ভারসাম্যপূর্ণ হয়েছে। এছাড়া হোম কন্ডিশনে সাদা বলে বাংলাদেশ অল টাইম ফেভারিট। তাই এবার অজিদের বিপক্ষে প্রথম জয় লুফে নেয়ার সুযোগ রয়েছে।
২. বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া T20 সিরিজ এ অজিদের অযুক্তিক শর্তসমূহঃ
এই সিরিজটি আয়োজনের জন্য বিসিবিকে অজিদের বেশ কিছু অযৌক্তিক শর্ত মেনে নিতে হয়েছে।
যেমনঃ
একই হোটেলে থাকার পরও বাংলাদেশ দলের খেলোয়ারদেরকে জিম ব্যবহার করতে না দেওয়া।
খেলার মধ্যে ছক্কা মারার ফলে বল গ্যালারিতে গেলে সেই বল দিয়ে আর না খেলা।
খেলা শেষে বাংলাদেশ টিমের সাথে হাত না মেলানো।
মুশফিকুর রহিমকে দলে অন্তর্ভুক্ত করার নিষেধাজ্ঞা।
এছাড়া এই সিরিজটি আয়োজন করতে অজিদের জন্য আবাসন খাতে প্রায় ১৫ কোটি টাকা খরচ করতে হচ্ছে বিসিবিকে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে যা সবচেয়ে ব্যয়বহুল দ্বিপাক্ষিক সিরিজ হতে যাচ্ছে।
এরকম বেশ কিছু অযৌক্তিক শর্তের কারণে এই সিরিজটি নিয়ে মানুষের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করছে।
৩.র্যাঙ্কিং এ উন্নতির সুযোগঃ
এই সিরিজটি জিততে পারলে বাংলাদেশ T20 র্যাংকিং এ অনেক এগিয়ে যাবে। এমনকি সিরিজটি যদি ৫-০ তে জয় করা যায়, তাহলে বাংলাদেশ টি-টোয়েন্টি র্যাঙ্কিং এ ৬ এ চলে আসবে।
এছাড়া সিরিজটি ব্রডকাস্ট করবে টি স্পোর্টস এবং গাজি টিভি।
৫ ম্যাচের এই সিরিজ টির প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ‘মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম‘ এ সন্ধ্যা ছয়টায়।
৩রা আগস্ট, ৪ঠা আগস্ট, ৬ই আগস্ট, ৭ই আগস্ট এবং ৯ই আগস্ট– যথাক্রমে এই পাঁচ দিনব্যাপী সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিরিজটি তে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলের নিয়মিত T20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।