চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ খেলে যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু হুট করেই দলের নেতৃত্বে পরিবর্তন আনে ফ্রাঞ্চাইজিটি। সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে নামার আগে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয় নাঈম ইসলামের কাঁধে।
চট্টগ্রামের এমন আকস্মিক এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন মিরাজ। তার নেতৃত্বে চার ম্যাচ খেলে দুইটিতে জয় পায় চট্টগ্রাম। নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় বিপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মিরাজ। আজ সন্ধ্যায় দল ছেড়ে ঢাকায় ফিরে আসারও সিদ্ধান্ত নিয়েছিলেন।
আজ বিকেলে গণমাধ্যমে সরাসরি দলটির সিইও জনাব ইয়াসির আলমকে উদ্দেশ্য করে বলেন, ‘ইয়াসিরই মূল কালপ্রিট। ও দলে থাকলে আমি খেলবো না।’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর কর্ণধারের সঙ্গে রুদ্ধশ্বাস বৈঠকে সিদ্ধান্ত পাল্টান মিরাজ। অধিনায়কত্ব দিলেও আর না করার কথা জানিয়ে বাকী ম্যাচগুলো সাধারণ ক্রিকেটার হিসেবেই চালিয়ে যাবেন। তবে দলটির সিইও’র সাথে যোগাযোগের দূরুত্বের কারণেই এই সমস্যা বলে স্বীকার করেছেন দলটির কর্ণধার।