বি পি এল এর ফাইনাল ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৫১ রান। সুনিল নারায়নের ঝড়ো ব্যাটে আসে ২৩ বলে ৫৭ রান। যার মধ্যে ছিল ৫ টি চার এবং ৫ টি ছয়।
কিন্তু খেলা এ গতিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ধরে রাখতে পারে নি। নিয়মিত বিরতিতে উইকেটের পতনে শেষমেশ তারা ১৫১ রান দাড় করায়।
১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুনিম শাহরিয়ার ০ রানে ফিরে গেলেও সৈকত আলীর ৩৪ বলে ৫৮ রান এবং ক্রিস গেইলের ৩৩ রানে খেলায় ফিরে আসে বরিশাল।
পরবর্তীতে মুস্তাফিজ, সুনীল নারায়ণের দুর্দান্ত বোলিং এ ম্যাচে মোড় ঘুরে যায়। শেষ ওভারে শহিদুল ৯ রান ডিফেন্ড করে কুমিল্লাকে জয়ের দ্বারপ্রান্তে পৌছে দেয়।