আগামী বছরের জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ – বিপিএল-এর ৮ম আসর। শুরুর আগে থেকেই বিভিন্ন কেলেঙ্কারিতে নাম জরিয়েছে এবারের বিপিএল। বড় ৩ ফ্রাঞ্চাইজির নাম সরিয়ে নেওয়া কিংবা ড্রাফটের আগেই স্পট ফিক্সিং-এর অফার পাওয়ার মত ঘটনা দিয়েই শুরু এবারের বিপিএল-এর আমেজ। শেষ সময়ে আর্থিক টানাপড়ানে টিকে থাকতে না পেরে ঢাকার ফ্রাঞ্চাইজি থেকে সরে দাঁড়ায় রুপা গ্রুপ। তাই অনেকটা উপায়হীন হয়ে বিসিবি-কেই ঢাকার দায়িত্ব নিতে হয়। ডিরেক্ট সাইনিং-এর বেলায়ও বিভিন্ন ঘটনা ঘটেছে এবারের আসরে।
বাদ যায়নি লোগো কেলেঙ্কারিও। ফ্রাঞ্চাইজিগুলো তাদের লোগো প্রকাশ করলে ভক্তদের মাঝে অসঙ্গতি দেখা দেয়। এদিকেও এগিয়ে ঢাকা।
ঢাকা দলের লো’গোটি একদম আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস এর লোগোর অনুরুপ তৈরি করা হয়েছে। কেন অন্য দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের একটি দলের লো’গোর নকল করতে হবে সেই উত্তর খুজছেন দর্শকরা।
লোগো কেলেঙ্কারিতে আরো উঠে এসেছে সিলেট সানরাইজার্স এর নাম। অন্য কোনো দলের লোগো নকল না করে তারা ভিন্ন পথে হেটেছেন। freepik.com নামক একটি ওয়েবসাইটের একটি ডিজাইন তারা তাদের লো’গোতে ব্যাবহার করেছেন। কোনো ওয়েবসাইটের প্রিমিয়াম ডিজাইন কিনে ব্যবহার করার ভুল কিছু না থাকলেও বিষয়টি মেনে নইতে পারছেন নাদলের সমর্থকরা। অধিকাংশের মতে আরো নান্দনিক এবং ক্রিকেটীয় লো’গো সিলেট দলে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হতো।
T20I -এ বাংলাদেশী ব্যাটসম্যানদের সর্বোচ্চ স্টাইক রেটের ৭ টি ইনিংস।
বাবর, বিজয়, ভিরাট, কার অবস্থান এখন কোথায়?