আজ আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ODI ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে ১ম দল হিসেবে ১০০০ তম ODI ম্যাচ খেলার গৌরব অর্জন করবে ভারতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিবে সদ্য অধিনায়কত্ব প্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা।
ভারতীয় ক্রিকেট টিমের অফিসিয়াল ইন্সট্রাগ্রাম পেইজ থেকে এক ভিডিও বার্তায় নিজের অভিমত জানান রোহিত শর্মা। তিনি বলেন,” আগামীকাল (6 ফেব্রুয়ারি 2022) ভারতীয় ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে কারণ আমরা 1000তম ওডিআই খেলতে যাচ্ছি৷ ব্যক্তিগতভাবে, আমার জন্য, সেই খেলায় অধিনায়কত্ব করা একটি বড় সম্মানের বিষয়৷ ছেলোগুলোকে নেতৃত্ব দেওয়াটা একটি সৌভাগ্যের বিষয় হবে।”
সাবেক অধিনায়ক ভিরাট কোহলি এবং কোচ রাহুল দ্রাবিড় ও তাদের অভিমত জানান। ১০০০ তম ODI
১৩ জুলাই ১৯৭৪ সালে প্রথম ODI ম্যাচ খেলে ভারত। ভারতের এ পর্যন্ত খেলা ৯৯৯ ম্যাচের মধ্যে ৫১৮ টি ম্যাচেই জয় পেয়েছে। ৪৩১ ম্যাচে পয়াজয়ের পাশাপাশি টাই হয়েছে ১টি ম্যাচে। এছাড়াও ফলাফল হয়নি ৪১টি ম্যাচে। ম্যাচ জয়ের পারসেন্টেজ ৫৪ দশমিক ৫৪ শতাংশ। ১০০০ তম ODI
India Cricket Team Records & Stats | ESPNcricinfo.com
[…] ১০০০ তম ODI খেলবে ভারত, সর্বনিম্ন সংখ্যক… […]