বুধবার (১ সেপ্টেম্বর) সকালে তামিম ইকবাল তার অফিশিয়াল ফেইসবুক পেইজ থেকে এক ভিডিও বার্তায় T20 ওয়াল্ড কাপে তার না খেলার সিদ্ধান্ত জানান।

কারণ হিসেবে তিনি গত ১৬-১৭টি T20 ম্যাচ না খেলার কথা জানান। আরো বলেন তার জায়গায় এখন যারা খেলছে তিনি টিমে ঢুকলে তাদের জন্য সেটা আনফেয়ার হবে। আরো বলেন, তার ইঞ্জুরি থাকলেও World Cup এর আগেই তিনি সেরে উঠবেন এবং ইঞ্জুরির জন্য খুব একটা সমস্যা করতো না। কিন্তু এই ফরম্যাটে লম্বা সময় ধরে তিনি দলের সাথে খেলেন নি। ফলে বিশ্বকাপে দলে খেলা তার কাছে উচিত বলে মনে হচ্ছে না।
তিনি আরো বলেন যে, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং প্রধান সিলেক্টর মিনহাজুল আবেদীন নান্নু’কে তিনি ফোন করে তার সিদ্ধান্ত জানিয়েছেন।
সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি তাকে কোনো ধরনের ফোন কিংবা হোয়াটস অ্যাপ মেসেজ না করার জন্য অনুরোধ করেন এবং বলেন, তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই সিদ্ধান্তে অবিচল থাকবেন। এতে কোনো কন্ট্রোভার্সি নেই।
আরো পড়ুন: অভিষেকের পর প্রথমবারের মত বিশ্বকাপে নেই তামিম ইকবাল!