T20 বিশ্বকাপকে সামনে রেখে আলোচনা-সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলের বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে। T20 ক্রিকেটে ব্যাটসম্যানদের স্টাইক রেট বিবেচনা করা হয় খুব তাৎপর্যপূর্ণভাবে। তাই, আজ লেখা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ স্টাইক রেটের ৭টি ইনিংস (কমপক্ষে ৩০ রান)।
- Aftab Ahmed: SR. 257.14
২০০৭ সালে তখন T20 খুবই নতুন ফরম্যাট। কেপ টাউনে দক্ষিন আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে মাত্র ১৪ বলে ৩৬ করেন আফতাব। ইনিংসে ৫টি চারের সাথে মারেন ২টি ছক্কা। [ম্যাচ রিপোর্ট] - Mahmudullah: SR. 253.84
ঢাকায় এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ২০১৬ সালের সেই ম্যাচে ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। মারেন ২ টি চার এবং ২ টি ছক্কা। [ম্যাচ রিপোর্ট] - Mahmudullah: SR. 238.88
কলম্বোতে শ্রীলঙ্গার বিপক্ষে ২০১৮ সালের নিধাস T20 ট্রাই-সিরিজের ৬ষ্ঠ ম্যাচে ১৮ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। [ম্যাচ রিপোর্ট] - Ziaur Rahman: SR. 235.29
আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে ১৭ বলে ৪০ রান করে অপারাজিত থাকেন জিয়াউর রহমান। কোন চার না মারলেও ইনিংসে ৫টি ছক্কা হাকান জিয়া। [ম্যাচ রিপোর্ট] - Mashrafe Mortaza: SR. 230.76
আয়ারল্যান্ডের বিপক্ষে একই সিরিজের ৩য় ম্যাচে ১৩ বলে ৩০ রান সংগ্রহ করেন মাশরাফি। ৪টি ছক্কার অসাধরণ ইনিংসে কোনো চার মারেননি তিনি। [ম্যাচ রিপোর্ট] - Liton Das: SR. 226.31
২০১৮ সালের নিধাস T20 ট্রাই-সিরিজের ৩য় ম্যাচে ২টি চার ও ৫টি ছক্কা মেরে ১৯ বলে ৪৩ রান করেন লিটন। [ম্যাচ রিপোর্ট] - Mohammad Ashraful: SR. 225.92
২০০৭ সালে ICC World Twenty20’র ৫ম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন আশরাফুল। ৭টি চারের পাশাপাশি মারেন ৩টি ছয়। ফলে ২ ওভার হাতে থাকতেই ৬ উইকেটের বিসাল জয় তুলে নেয় বাংলাদেশ। আশরাফুল ঘোষিত হন ম্যান অফ দি ম্যাচ। [ম্যাচ রিপোর্ট]
আরো পড়ুন: বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ দল ঘোষনা, বাদ পড়েছে তামিম ইকবাল।
আরো পড়ুন: বোর্ডের প্রতি ক্ষোভ থেকেই রাশিদ খান টি-20 বিশ্বকাপের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালো।
key words: cricket, player, Injury, insurance, concussion, safety, tourism cape town, tourism Belfast, tourism Colombo, tourism Dhaka, tourism Johannesburg, hotel