রেইমসের বিপক্ষে ২-০ গোলে জয় পায় পিএসজি।এই ম্যাচে পিএসজিতে অভিষেক হয় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির।
ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে পিএসজির মুখোমুখি রেইমস। পিএসজির কোচ পচেত্তিনো আগেই আভাস দিয়েছিলেন এই ম্যাচে অভিষেক হচ্ছে মেসির।তাই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল নতুন জার্সিতে মেসির যাত্রা নিয়ে।এর আগেই স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছিল, দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন মেসি। খেলবেন ৩০ মিনিট। সেটিই সত্য হয়।
ম্যাচের প্রথমার্ধে মেসি না থাকলেও প্রথম থেকেই মাঠে ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

ম্যাচের ১৫ মিনিটে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এটি তাঁর পিএসজি ক্যারিয়ারের দ্বিতীয় হেড গোল। ইনসুইং ক্রসে ভাসিয়ে দেয়া বলে দুই ডিফেন্ডারের মধ্যে থেকে দুর্দান্ত হেডে গোলটি করেন এমবাপ্পে।
৫১ মিনিটে রেইমসের সমতাসূচক গোলটি অফসাইড হয়ে যায়।

৬৩ মিনিটে পিএসজির দ্বিতীয় গোলটিও করেন এমবাপ্পে। এ সময় ডানদিক থেকে আশরাফ হাকিমি বামদিকে বক্সের মধ্যে ক্রসে বল বাড়িয়ে দেন এমবাপ্পেকে। চমৎকারভাবে গোলটি সম্পন্ন করেন এই ফরাসি তারকা।
দর্শকরা তখন পিএসজির দ্বিতীয় গোলের থেকেও বেশি উচ্ছ্বসিত ছিল মেসির ওয়ার্ম আপ করা দেখে।

অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৬৫ মিনিটে মাঠে নামেন আর্জেন্টাইন সুপারস্টার। নেইমারের স্থলাভিষিক্ত হয়ে মাঠে নামেন তিনি।পুরো অঙ্গন তখন মেসির জন্য উল্লাসে মেতে উঠে।
৭৪ মিনিটে মেসি এবং এমবাপ্পে একত্রিত প্রচেষ্টায় গোলের সুযোগ তৈরি হয়।মেসি ডিফেন্সে রান করে এবং ডানদিকে এমবাপ্পে পাস পায়। এমবাপ্পে মেসিকে পাস বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও তাঁর ক্রস অবরুদ্ধ হয়ে যায়।
ম্যাচের বাকী অংশে বেশ কিছু সুযোগ পেলেও কোনো দলই কাজে লাগাতে পারেননি।

ফুটবল জাদুকরের আগমনী ম্যাচের এই জয়ে বাড়তি আনন্দের মাত্রা যোগ হয় দর্শক থেকে শুরু করে দলের সবার মধ্যেই।