উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ (১৩ ই ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে।
সরাসরি ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
মোবাইল মেসেজের মাধ্যমে ফলাফল দেখতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
ম্যাসেজ অপশনে গিয়ে HSC <স্পেস> আপনার বোর্ডের নাম (প্রথম তিনটি অক্ষর ) <স্পেস> এইচএসসির রোল নং <স্পেস> 2021 লিখে 16222 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 107080 2021 send to 16222
উল্লেখ্য, ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ৩০ ডিসেম্বর।
২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রীর সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৮ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অপরদিকে ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।
করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন অপেক্ষা করে গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে সব বিষয়ে পরীক্ষা হয়নি। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।