গত সোমবার(৩১ জানুয়ারি) ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস.এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ” ২৩.০১.২০২২ তারিখে অনুষ্ঠিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি (Core Committee) এর ৩০তম সভার সিদ্ধান্তক্রমে সকল বিভাগ/ইনস্টিটিউটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্লাশ শুরুর তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ (মঙ্গলবার) নির্ধারণ করা হয়েছে।”
উল্লেখ্য বর্তমান করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস স্বশরীরে গ্রহণ বন্ধ রয়েছে। কিন্তু বিভাগসমূহ পরীক্ষা স্বশরীরে গ্রহণ করছে। এমন পরিস্থিতিতে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্লাশ স্বশরীরে নাকি অনলাইনে গৃহীত হবে তা জানা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। ফলে এ বিষয়ে নিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
আরো পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে “রাত জাগা ফুল”
লোগো কেলেঙ্কারিতেও এগিয়ে এবারের BPL